কবিতা - পূর্ণ কভু করে নাকো কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা পূর্ণ কভু করে নাকো সুন্দর-মুখ দিয়ে আশা। প্রেমের লাগি যে বিবাগি- ভাগ্য তাহার সর্বনাশা। প্রিয়া তব লক্ষ্মী সতী তোমার মনের মূর্তিমতী? প্রেমিক-দলের নও তুমি কেউ, পাওনি প্রিয়া-ভালোবাসা।। ♥ ০ পরে পড়বো ৯১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন