কাজী নজরুল ইসলাম

কবিতা - রুবাইয়াত-ই- হাফিজ- ২

লেখক: কাজী নজরুল ইসলাম

তোমার হাতের সকল কাজে
হবে শুভ নিরবধি-
প্রিয়, তোমার ভাগ্যবশে
নিয়তির এই নির্দেশ যদি;
দাও তাহলে পান করে নিই
তোমার দেওয়া শিরীন শরাব,
হ’লেও হব চির-অমর,
হয়ত ও-মদ সুধা-নদী!!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন