কাজী নজরুল ইসলাম

কবিতা - সাজিয়াছ যোগী বলো কার লাগি

কাজী নজরুল ইসলাম

সাজিয়াছ যোগী বলো কার লাগি
তরুণ বিবাগী।।

হের তব পায়ে
কাঁদিছে লুটায়ে
নিখিলের প্রিয়া
তব প্রেম মাগি
তরুণ বিবাগী।।

ফাল্গুন কাঁদে
দুয়ারে বিষাদে
খোলো দ্বার খোলো!
যোগী, যোগ ভোলো!

এত গীত হাসি
সব আজি বাসি,
উদাসী গো জাগো!
নব অনুরাগে
জাগো অনুরাগী
তরুণ বিবাগী।।

৮২
মন্তব্য করতে ক্লিক করুন