কাজী নজরুল ইসলাম

কবিতা - শা আর শুঁড়ি মিলে

কাজী নজরুল ইসলাম

শা আর শুঁড়ি মিলে
শাশুড়ি কি হয় গো।
শ্যাম-প্রেমে বাধা দেয়
স্বামী তারে কয় গো।।

নয় নদী মিলে হয় ননদী সে দজ্জাল,
জুতো জামা-ই সার যার- জামাই সে মহাকাল,
যার কসুর হয় না সে শ্বশুর মহাশয় গো।।

সে ভাদ্দর-বউ, যার ভাদ্দর মাসে বিয়ে,
দেবর সে জন, দেয় বর যে দাদারে দিয়ে।
ভাসুর সে, অসুরের মতো যারে ভয় গো।।

বেহায়া চশম-খোর, তাই কি বেহাই কই,
পিষিয়া মারেন বলে নাম কি পিসিমা ঐ,
সবারই সে ভাগ নেয় ভাগনেরই জয় গো।।

পরে পড়বো
৯৭
মন্তব্য করতে ক্লিক করুন