কবিতা - শাহি তখতে বসেছে ফুল- কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা শাহি তখতে বসেছে ফুল- দেখনু সেদিন গুল-বাগিচায়, কইনু- শোনো সত্য যদি দীপ্ত তুমি রাজ-মহিমায়, নিষ্পাপ এক কিশোর আমি জ্বালাও তারেই রাত্রি দিবা তবু তোমার স্পর্শে না পাপ, চিরন্তনী, আফসোস, হায়! ♥ ০ পরে পড়বো ৭১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন