কাজী নজরুল ইসলাম

কবিতা - শ্যামের সাথে চল সখি খেলি

কাজী নজরুল ইসলাম
রবিবার, ১৫ জুন ২০২৫ গান

শ্যামের সাথে
চল সখি খেলি সবে হোরি।
রঙ নে রঙ দে মদির আনন্দে
আয় লো বৃন্দাবনী গোরী।
আয় চপল যৌবন-মদে মাতি
অল্প-বয়সী কিশোরী।।

রঙ্গিলা গালে তাম্বুল-রাঙা ঠোঁটে
হিঙ্গুল রঙ লহ ভরি;
ভুরু-ভঙ্গিমা সাথে রঙ্গিম হাসি
পড়ুক মুহুমুহু ঝরি।।

পরে পড়বো
১২৪
মন্তব্য করতে ক্লিক করুন