কাজী নজরুল ইসলাম

কবিতা - শহীদী ঈদগাহে দেখ্

লেখক: কাজী নজরুল ইসলাম

শহীদী ঈদগাহে দেখ্ জমায়েত ভারি।
হবে দুনিয়াতে আবার ইসলামী ফরমান জারি।।
তুরান ইরাণ হেজাজ মেসের হিন্দ মোরক্ক ইরাক,
হাতে হাত মিলিয়ে আজ দাঁড়ায়েছে সারি সারি।।

ছিল বেহোঁশ যা’রা আঁসু ও আফসোস ল’য়ে,
চাহে ফেরদৌস্ তা’রা জেগেছে নওজোশ্ ল’য়ে।
তুইও আয় এই জমাতে ভুলে যা’ দুনিয়াদারী।।

ছিল জিন্দানে যা’রা আজকে তা’রা জিন্দা হয়ে’
ছোটে ময়দানে দারাজ – দিল আজি শমশের ল’য়ে।
তকদীর বদলেছে আজ উঠেছে তকবীর তারি।।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন