কবিতা - শোনে লো বাঁশিতে কাজী নজরুল ইসলাম রবিবার, ১৫ জুন ২০২৫ গান, বিবিধ কবিতা শোনে লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম। গুমরিয়া কাঁদে বাঁশি লয়ে রাধা নাম।। পিঞ্জরে পাখি যেন লুটাইয়া কাঁদে মন, আশে পাশে গুরুজন বাম।। ♥ ০ পরে পড়বো ১১১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন