কাজী নজরুল ইসলাম

কবিতা - সিন্ধু হতে বিচ্ছেদেরই দুঃখে কাঁদে বিন্দুজল

কাজী নজরুল ইসলাম
বুধবার, ০৪ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা

সিন্ধু হতে বিচ্ছেদেরই দুঃখে কাঁদে বিন্দুজল,
‘পূর্ণ আমি’, কইলে হেসে বিন্দুরে সিন্ধু অতল।
সত্য শুধু পূর্ণ, বাকি অন্য যা তা নাস্তি সব,
ঘূর্ণ্যমান ঐ এক সে বিন্দু বহুর রূপে করছে ছল।

পরে পড়বো
১৩১
মন্তব্য করতে ক্লিক করুন