সিন্ধু হতে বিচ্ছেদেরই দুঃখে কাঁদে বিন্দুজল,
‘পূর্ণ আমি’, কইলে হেসে বিন্দুরে সিন্ধু অতল।
সত্য শুধু পূর্ণ, বাকি অন্য যা তা নাস্তি সব,
ঘূর্ণ্যমান ঐ এক সে বিন্দু বহুর রূপে করছে ছল।
কবিতা - সিন্ধু হতে বিচ্ছেদেরই দুঃখে কাঁদে বিন্দুজল
কাজী নজরুল ইসলাম
বুধবার, ০৪ জুন ২০২৫
আধ্যাত্মিক কবিতা
১৩১

মন্তব্য করতে ক্লিক করুন