কাজী নজরুল ইসলাম

কবিতা - সজল কাজল শ্যামল এসো

কাজী নজরুল ইসলাম | সন্ধ্যামালতী
বুধবার, ২৩ জুলাই ২০২৫ গান

সজল কাজল শ্যামল এসো
কদম-তমাল কানন ঘেরি
মনের ময়ূর কলাপ মেলিয়া
নাচুক তোমারে হেরি।।

ফোটাও নীরস চিত্তে সরস মেঘমায়া
আনো তৃষিত নয়নে মেঘল ছায়া।
বাজাও কিশোর বাঁশের বাঁশরী ব্যাকুল বিরহেরই
দাও পদরজঃ হে ব্রজবিহারী, মনের ব্রজধামে
রুমু ঝুমু ঝুমু বাজুক নূপুর চরণ ঘেরি।।

পরে পড়বো
১৫৮
মন্তব্য করতে ক্লিক করুন