কাজী নজরুল ইসলাম

কবিতা - সোরাই- ভরা রঙিন শারাব

কাজী নজরুল ইসলাম
শনিবার, ০৭ জুন ২০২৫ বিবিধ কবিতা

সোরাই- ভরা রঙিন শারাব
নিয়ে চলো নদীর তটে।
নিরভিমান প্রাণে ব’সো-
অনুরাগের ছায়া-বটে।
সবারই এই জীবন যখন
সেরেফ্ দুটো দিনের রে ভাই,
লুঠ করে নাও হাসির মধু,
খুশির শারাব ভরো ঘটে।।

পরে পড়বো
৮৫
মন্তব্য করতে ক্লিক করুন