কাজী নজরুল ইসলাম

কবিতা - সুন্দর বেশে মৃত্যু আমার

কাজী নজরুল ইসলাম
শনিবার, ১২ জুলাই ২০২৫ বিবিধ কবিতা

সুন্দর বেশে মৃত্যু আমার আসিলে কি এতদিনে?
বাজালে দুপুরে বিদায়-পুরবি আমার জীবন-বীণে!
ভয় নাই রানি, রেখে গেনু শুধু চোখের জলের লেখা,
রাতের এ লেখা শুকাবে প্রভাতে; চলে যাব আমি একা!
* * *
দিনের আলোকে ভুলিয়ো তোমার রাতের দুঃস্বপন,
ঊর্ধ্বে তোমার প্রহরী দেবতা,
মধ্যে দাঁড়ায়ে তুমি ব্যথাহতা,
পায়ের তলার দৈত্যের কথা ভুলিতে কতক্ষণ?

পরে পড়বো
৭৬
মন্তব্য করতে ক্লিক করুন