কাজী নজরুল ইসলাম

কবিতা - তোমার হাতের সকল কাজে

কাজী নজরুল ইসলাম

তোমার হাতের সকল কাজে
হবে শুভ নিরবধি-
প্রিয়, তোমার ভাগ্যবশে
নিয়তির এই নিদেশ যদি;
দাও তাহলে, পান করে নিই
তোমার-দেওয়া শিরীন শারাব,
হলেও হব চির-অমর,
হয়তো ও-মদ সুধা-নদী।।

পরে পড়বো
১০৩
মন্তব্য করতে ক্লিক করুন