কাজী নজরুল ইসলাম

কবিতা - তোমার আকাশে উঠেছিনু চাঁদ

কাজী নজরুল ইসলাম
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ গান

তোমার আকাশে উঠেছিনু চাঁদ, ডুবিয়া যাই এখন।
দিনের আলোকে ভুলিও তোমার রাতের দুঃস্বপন।।

তুমি সুখে থাক আমি চলে যাই,
তোমারে চাহিয়া ব্যথা যেন পাই,
জনমে জনমে এই শুধু চাই- না-ই যদি পাই মন।।

ভয় নাই রাণী রেখে গেনু শুধু চোখের জলের লেখা,
জলের লিখন শুকাবে প্রভাতে, আমি চলে যাব একা!
ঊর্ধ্বে তোমার প্রহরী দেবতা,
মধ্যে দাঁড়ায়ে তুমি ব্যথাহতা,-
পায়ের তলার দৈত্যের কথা ভুলিতে কতক্ষণ।।

পরে পড়বো
১০৫
মন্তব্য করতে ক্লিক করুন