কবিতা - তোমার-আমার কী হবে কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা তোমার-আমার কী হবে ভাই তাই ভেবে মোর ব্যাকুল মন! মীন-কুমারী হংসীরে কয়, ‘শুকাবে এই বিল যখন!’ মরালী কয়, ‘কাবাব যদি হই দু’জনাই তুই আমি, ভাসলে এ বিল মদের স্রোতে মোদের কি তায় লাভ তখন।’ ♥ ০ পরে পড়বো ৭৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন