কবিতা - তোমার ডাকার ও-পথ আছে কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা তোমার ডাকার ও-পথ আছে ব্যথার কাঁটায় ভ’রে খালি। এমন কোনো নেই মুসাফির ও-পথ বেয়ে চলবে, আলি! জ্ঞানের রবি ভাস্বর যার, তুমি জান কে সে সুজন- প্রাণের রূপের পিল্সুজে যে দেয় গো ব্যথার প্রদীপ জ্বালি’।। ♥ ০ পরে পড়বো ৯২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন