কাজী নজরুল ইসলাম

কবিতা - তোমারে কী দিয়া পূজি ভগবান

কাজী নজরুল ইসলাম
সোমবার, ১৬ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা, গান

তোমারে কী দিয়া পূজি ভগবান।
আমার বলে কিছু নাহি হরি
সকলি তোমারি যে দান।।

মন্দিরে তুমি, মুরতিতে তুমি
পূজার ফুলে তুমি, স্তব-গীতে তুমি,
ভগবান দিয়ে ভগবান পূজা
করিতে- তুমি যদি ভাব অপমান।।

কেমন তব রূপ দেখিনি হরি,
আপন মন দিয়ে তোমারে গড়ি,
হাস না কাঁদ তুমি সে রূপ হেরি
বুঝিতে পারি না- তাই কাঁদে প্রাণ।।

কোটি রবি শশী আরতি করে যার
মৃৎ-প্রদীপ জ্বালি আমি দেউলে তার,
বন-ডালায় পূজা-কুসুম-সম্ভার
যোগী মুনি করে যুগ যুগ ধ্যান।
কোথায় শ্রীমুখ তব কোথায় শ্রীচরণ,
চন্দন দিব কোন্‌খান।।

পরে পড়বো
১০৫
মন্তব্য করতে ক্লিক করুন