কাজী নজরুল ইসলাম

কবিতা - তোমারি প্রকাশ মহান

কাজী নজরুল ইসলাম
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ গান

তোমারি প্রকাশ মহান এ নিখিল দুনিয়া জাহান।
তোমারি জ্যোতিতে রওশন নিশিদিন জমিন ও আশমান।।

নিভিল কোটি তপন চাঁদ খুঁজিয়া তোমারে প্রভু,
কত দাউদ ইশা মুসা করিল তব গুণগান।।

তোমারে কত নামে হায় ডাকিছে বিশ্ব শিশুর প্রায়,
কত ভাবে পূজে তোমায় ফেরেশতা হুরপরি ইনসান।।

নিরাকার তুমি নিরঞ্জন ব্যাপিয়া আছ ত্রিভুবন,
পাতিয়া মনের সিংহাসন ধরিতে চাহে তবু প্রাণ।।

পরে পড়বো
১০৭
মন্তব্য করতে ক্লিক করুন