কবিতা - তরুণ-তমাল-বরণ এস শ্যামল আমার কাজী নজরুল ইসলাম গান তরুণ-তমাল-বরণ এস শ্যামল আমার। ঘন শ্যাম তুলি বুলায়ে মেঘ-দলে এসো দুলায়ে আঁধার।। কাঁদে নিশীথিনী তিমির-কুন্তলা আমারই মতো সে উতলা, এসো তরুণ দুরন্ত ভাঙি হৃদয়-দুয়ার।। তপ্ত গগনে ঘনায়ে ঘন দেয়া, ফুটায়ে কদম-কেয়া, আমার নয়ন-যমুনায় এসো জাগায়ে জোয়ার।। ♥ ০ পরে পড়বো ৯১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন