কাজী নজরুল ইসলাম

কবিতা - তওফিক দাও খোদা

লেখক: কাজী নজরুল ইসলাম

তওফিক দাও খোদা ইসলামে
মুসলিম – জাহাঁ পুনঃ হোক আবাদ।
দাও সেই হারানো সালতানাত্,
দাও সেই বাহু, সেই দিল্ আজাদ॥

দাও বে-দেরেগ তেগ্ জুলফিকার
খয়বর-জয়ী শেরে খোদার,
দাও সেই খলিফা সে হাশমত
দাও সেই মদিনা সে বোগদাদ॥

দাও সে হামজা সেই বীর ওলিদ
দাও সেই ওমর হারুণ-অল্-রশীদ,
দাও সেই সালাহউদ্দীন আবার
পাপ দুনিয়াতে চলুক জেহাদ॥

দাও সেই রুমী সাদী হাফিজ
সেই জামী খৈয়াম সে তবরিজ;
দাও সেই আকবর সেই শা’জাহান
সেই তাজমহলের স্বপ্ন-সাধ॥

দাও ভা’য়ে ভা’য়ে সেই মিলন
সেই স্বার্থত্যাগ সেই দৃপ্ত মন,
হোক বিশ্ব-মুসলিম এক-জামাত
উড়ুক নিশান ফের যুক্ত-চাঁদ॥

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন