কাজী নজরুল ইসলাম

কবিতা - তুমি দুখের বেশে এলে বলে ভয় করি কি

কাজী নজরুল ইসলাম
শনিবার, ১২ জুলাই ২০২৫ বিবিধ কবিতা

তুমি দুখের বেশে এলে বলে ভয় করি কি হরি।
দাও ব্যথা যতই, তোমায় ততই নিবিড় করে ধরি।
আমি ভয় করি কি হরি।।

আমি শূন্য করে তোমার ঝুলি
দুঃখ নেব বক্ষে তুলি,
আমি করব দুখের অবসান আজ
সকল দুঃখ বরি।
আমি ভয় করি কি হরি।।

তুমি তুলে দিয়ে সুখের দেয়াল
ছিলে আমার প্রাণের আড়াল,
আজ আড়াল ভেঙে দাঁড়ালে মোর
সকল শূন্য ভরি।
আমি ভয় করি কি হরি।।

পরে পড়বো
৯১
মন্তব্য করতে ক্লিক করুন