কবিতা - তুমি নন্দনপথ-ভোলা কাজী নজরুল ইসলাম গান তুমি নন্দন-পথ ভোলা মন্দাকিনী-ধারা উতরোলা।। তোমার প্রানের পরশ লেগে কুঁড়ির বুকে মধু উঠিল জেগে, দোলন-চাঁপাতে লাগে দোলা।। তোমারে হেরিয়া পুলকে ওঠে ডাকি বকুল-বনের ঘুম-হারা পাখি, ধরার চাঁদ তুমি চির-উতলা।। ♥ ০ পরে পড়বো ১৫১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন