কাজী নজরুল ইসলাম

কবিতা - তুমি সুন্দর হতে সুন্দর মম

কাজী নজরুল ইসলাম | সন্ধ্যামালতী
রবিবার, ২০ জুলাই ২০২৫ গান

তুমি সুন্দর হতে সুন্দর মম মুগ্ধ মানস মাঝে
ধ্যানে, জ্ঞানে, মম হিয়ার মাঝারে
তোমারি মূরতি রাজে।

তোমারি বিহনে হৃদয় আঁধার
তোমারি বিরহে বহে আঁখিধার
আকাশে বাতাসে নিখিল ভুবনে
বেদনার বাঁশী বাজে।।

কাছে কাছে আছ তবু যেন দূরে
তোমারে খুঁজিয়া সদা ফিরি ঘুরে
পাব কি গো দেখা বারেকের তরে
আমার জীবন সাঁঝে।।

পরে পড়বো
১৩৪
মন্তব্য করতে ক্লিক করুন