কাজী নজরুল ইসলাম

কবিতা - উৎসর্গ (বুলবুল – প্রথম খণ্ড)

কাজী নজরুল ইসলাম
রবিবার, ১৩ জুলাই ২০২৫ বিবিধ কবিতা

সুরু-শিল্পী, বন্ধু
দিলীপকুমার রায়
করকমলেষু

আমার শুধু এ বাণী হে বন্ধু, আমার শুধু এ গান।
তুমি তারে দিলে রূপ-রঙ্গিমা, তুমি তারে দিলে প্রাণ!
আমার ব্যথায় বেঁধেছিল নীড় যে গানের বুল্বুলি,
আপনি আসিয়া আদরে তাহারে বক্ষে লইলে তুলি!
আমার পাখির কণ্ঠে মিশালে তোমার দরদ লয়ে,
আমার বেদনা বাজে আজ তাই সবার বেদনা হয়ে।
যে গান গেয়েছি একাকী নিশীথে কুসুমের কানে কানে,
ওগো গুণী, তুমি ছড়াইলে তারে সব বুকে, সব খানে।
বুকে বুকে আজ পেয়েছে আশয় আমার নীড়ের পাখি,
মুত্তপক্ষ উড়িতে যে চায়- কেন তারে বেঁধে রাখি?
তোমার কাননে উড়ে গেল যোর বাগিচার বুলবুলি,
বড় ভীরু সে যে, দোস্ত, তাহারে দস্তে লইও তুলি!

কলিকাতা
১৫ই আশ্বিন ১৩৩৫

তোমার প্রতিভা ও প্রাণমুগ্ধ
নজরুল

পরে পড়বো
৯০
মন্তব্য করতে ক্লিক করুন