খনা (ক্ষণা)

কবিতা - আমে ধান

খনা (ক্ষণা)

আমে ধান।
তেঁতুলে বান।।

ব্যাখ্যা– :
যে বৎসর আম্র বহু পরিমাণে হয়।
ধান্য সে বৎসর খুব জন্মিবে নিশ্চয়।।
তেঁতুল অধিক আর হবে যে বৎসরে।
হবে বন্যা সে বৎসর রাখো মনে করে।।

পরে পড়বো
১২
মন্তব্য করতে ক্লিক করুন