আষাঢ়ে কাড়ান নামকে।
শ্রাবণে কাড়ান ধানকে।।
ভাদ্দরে কাড়ান শীষকে।
আশ্বিনে কাড়ান কিস্ কে।।
ব্যাখ্যা– :
আবাদের যোগ্য কথা কাড়ান বলি তায়।
বৃষ্টিপাতে ভূমিতে কাড়ান আনায়।।
আষাঢ়ে কাড়ানে ধান্য জন্মে না সর্বত্র।
কিঞ্চিৎ আবাদ তাহে হয়ে থাকে মাত্র।।
শ্রাবণের কাড়ানে প্রচুর জন্মে ধান।
শীঘ্র মাত্র জন্ম হ’লে ভাদ্রতে কাড়ান।।
আশ্বিনে কাড়ান একেবারেই নিষ্ফল।
কোন কার্য তাহে যাতে নাহি দেয় ফল।।

মন্তব্য করতে ক্লিক করুন