খনা (ক্ষণা)

কবিতা - বেঙ ডাকে ঘন ঘন

খনা (ক্ষণা)

বেঙ ডাকে ঘন ঘন।
শীঘ্র বৃষ্টি হবে জেনো।।
ব্যাখ্যা– :
ঘন ঘন ভেকের গর্জন যদি হয়।
ত্বরায় হইবে বৃষ্টি একথা নিশ্চয়।।

৮৮.
ভাদুরে মেঘ বিপরীত বয়।
সে দিন বৃষ্টি কে ঘোচায়।।
ব্যাখ্যা– :
ভাদ্রমাসে মেঘোদয় হইবে যখন।
বহে যদি বিপরীত পবন তখন।।
অত্যন্ত জলবর্ষণ হইবেক তবে।
খনা বলে কার সাধ্য অন্যথা করিবে।।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন