খনা (ক্ষণা)

কবিতা - বৈশাখ জ্যৈষ্ঠেতে হলুদ রোও

খনা (ক্ষণা)

বৈশাখ জ্যৈষ্ঠেতে হলুদ রোও।
দাবাখেলা ফেলিয়ে থোও।।
আষাঢ় শ্রাবণে নিড়ায়ে মাটি।
ভাদ্দরে নিড়ায়ে করহ খাঁটি।।
অন্যথায় এ পুঁতলে হলদি।
পৃথিবী বলেন তাতে কি ফল দি।।

ব্যাখ্যা– :
বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে হরিদ্রা রোপিলে।
আষাঢ় শ্রাবণ ভাদ্রে নিড়াইয়া দিলে।।
প্রচুর হরিদ্রা যথাসময়ে পাইবে।
অন্যথায় সুফল কিছুতে নাহি হবে।।

পরে পড়বো
৭৩
মন্তব্য করতে ক্লিক করুন