কবিতা - বৈশাখের প্রথম জলে খনা (ক্ষণা) অনুকাব্য বৈশাখের প্রথম জলে। আশুধান দ্বিগুণ ফলে।। খনায় বলে শুন ভাই। তুলায় তুলা অধিক পাই।। ব্যাখ্যা– : প্রথমে বৈশাখে যদি বৃষ্টি ভাল হয়। প্রচুর আউস ধান জন্মিবে নিশ্চয়।। কার্তিকেতে বৃষ্টি হইলে তুলা ভাল হবে। খনার উক্তি কভু আর না ভাবিবে।। ♥ ০ পরে পড়বো ৬০ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন