ডাক ছেড়ে বলে রাবণ।
কলা লাগাবে আষাঢ় শ্রাবণ।।
তিন শত ষাট ঝাড় কলা রুয়ে।
থাক গৃহস্থ ঘরে শুয়ে।।
রুয়ে কলা না কাট পাত।
তাতেই হবে কাপড় ভাত।।
ব্যাখ্যা– :
আষাঢ় শ্রাবণে কলা রোপণ উচিত।
কিন্তু পাতা কাটা তার নহে তো বিহিত।।
তিন শত ষাট ঝাড় করিয়া রোপণ।
নিশ্চিন্ত হইয়া ঘরে কর হে শয়ন।।
ভাতের ভাবনা আর কখননা রবে।
ঘরে বসে অন্ন-বস্ত্র সেই জন পাবে।।

মন্তব্য করতে ক্লিক করুন