খনা (ক্ষণা)

কবিতা - দাতার নারিকেল বখিলের বাঁশ

খনা (ক্ষণা)

দাতার নারিকেল বখিলের বাঁশ।
কমে না বাড়ে বার মাস।।

ব্যাখ্যা– :
মধ্যে মধ্যে যত নারিকেল পেড়ে খাবে।
ততবেশী নারিকেল ফলিতে থাকিবে।
বাঁশঝাড়ে যত বাঁশ না কাটিবে।
ততই তাহার ঝাড় বাড়িয়া উঠিবে।।

পরে পড়বো
১৩
মন্তব্য করতে ক্লিক করুন