খনা (ক্ষণা)

কবিতা - থোর তিরিশে

খনা (ক্ষণা)

থোর তিরিশে।
বোড়ামুখো তেরো জেনো।।
ফুলোবিশে।
বুঝেসুঝে কাটো ধান্য।।

ব্যাখ্যা– :
কাটিবে থোড় জন্মিলে ত্রিশ দিন পরে।
ফুলিলে কুড়িটি দিন রেখ মনে করে।।
শির নত হ’লে তের দিন পরে কাটো।
অন্যথায় হবে হানি যত তায় খাট।।

পরে পড়বো
২৪
মন্তব্য করতে ক্লিক করুন