খনা (ক্ষণা)

কবিতা - দূর সভা নিকট জল

খনা (ক্ষণা)

দূর সভা নিকট জল।
নিকট সভা রসাতল।।

ব্যাখ্যা– :
ধরামন্ডল সভা দূরবর্তী রবে।
তবেই সত্বর বর্ষণ হইবে।।
নিকটে যদ্যপি তবে অনাবৃষ্টি হয়।
রসাতল কারে আর বলো তবে কয়।।

পরে পড়বো
১১
মন্তব্য করতে ক্লিক করুন