গোরে গোবরে বাঁশে মাটি।
অফলা নারিকেল শিকড় কাটি।।
ওলে কুটি, মানে ছাই।
এইরূপে কৃষি করগে ভাই।।
ব্যাখ্যা– :
গুবাক বৃক্ষের মূলে দিবেক গোময়।
বাঁশেতে মাটি দিতে হয় মনে যেন রয়।।
যেই নারিকেল গাছে নাহি ধরে ফল।
কাটিয়া দিবেক তার শিকড় কেবল।।
ওলের গোড়ায় খড় কুটি পল দিযে।
মান গাছে ছাই দিলে তবে তাহা হবে।।

মন্তব্য করতে ক্লিক করুন