যদি বর্ষে অঘ্রাণে।
রাজা যান মাগনে।।
যদি বর্ষে পৌষে।
কড়ি হয় তুষে।।
যদি বর্ষে মাঘের শেষ।
ধন্য রাজার পুণ্য দেশ।।
যদি বর্ষে ফাগুনে।
চিনা কাউ দ্বিগুণে।।
ব্যাখ্যা– :
অগ্রহায়ণেতে যদি বর্ষে বারিধার।
কীটে শস্য নষ্ট তবে করিবে বিস্তর।।
রাজস্ব আদায় নাহি হইবে রাজার।
সুতরাং তাঁর ঘরে হবে হাহাকার।।
পৌষেতে বর্ষিলে তুষ বেচে পাই কড়ি।
হৈমন্তিক ধান ঝরে যায় গড়াগড়ি।।
মাঘেতে বর্ষণ হ’লে রবিশস্য হবে।
ফাল্গুনে কাউন চীনা ধান্য জনমিবে।।

মন্তব্য করতে ক্লিক করুন