খনা (ক্ষণা)

কবিতা - কার্তিকে পূর্ণিমা ক’রে আশা

খনা (ক্ষণা)

কার্তিকে পূর্ণিমা ক’রে আশা।
খনা বলে ডেকে শুনরে চাষা।।
নিৰ্ম্মল মেঘে যদি বাত রবে।।
রবিখন্দের ভার ধরণী না সবে।।

ব্যাখ্যা– :
কার্তিকের পৌর্ণমাসী রজনী সময়।
মেঘশূন্য পরিস্কৃত যদি নভ হয়।।
ভুরি পরিমাণে রবিশস্য জনমিবে।
মেঘে বৃষ্টি হলে জেনো কিছু নাহি হবে।।
সুতরাং মাঠে যাওয়া নিস্ফল চাষার।
শুধু হাতে গৃহেতে ফিরতে হয় তার।।

পরে পড়বো
২১
মন্তব্য করতে ক্লিক করুন