খনা (ক্ষণা)

কবিতা - খনা বলে শুনহ স্বামী

খনা (ক্ষণা)

খনা বলে শুনহ স্বামী।
শ্রাবণ ভাদর নাইকো পানি।।
দিনে জল রাতে তারা।
এই দেখবে দুঃখের ধারা।।

ব্যাখ্যা– :
প্রথম বর্ষায় দিনে বৃষ্টি হবে।
অথচ রাত্রিতে শূন্যে তারা দেখা যাবে।।
সে বৎসর অনাবৃষ্টি হইবে নিশ্চয়।
খনার বচন ইহা মিথ্যা কভু নয়।।

পরে পড়বো
১০
মন্তব্য করতে ক্লিক করুন