খনা (ক্ষণা)

কবিতা - কি কর শ্বশুর লেখাজোখা

খনা (ক্ষণা)

কি কর শ্বশুর লেখাজোখা।
মেঘেই বুঝবে জলের রেখা।
কোদালে কুড়লে মেঘের গা।
মধ্যে মধ্যে দিচ্ছে বা।।
বলো চাষার বাধতে আল।
আজ না হয় হবে কাল।।

ব্যাখ্যা– :
শ্বশুরকে সম্বোধন করি খনা ক’ন।
লেখাজোখা করিয়া কিবা করিবে গণন।।
হবে কি না হবে জল লক্ষণে বুঝিব।
মেঘ দেখিলেই তা বুঝিতে পারিব।।
কোদালে কুড়ুলে মেঘ যদি দেখা যায়।
তার মধ্যে মধ্যে বায়ু প্রবাহিত তায়।।
সত্বর হইবে জল নিশ্চয় জানিবে।
ক্ষেত্রে গিয়া চাষী আলি বন্ধন করিবে।।
সেদিন না হলে বৃষ্টি হবে পরদিনে।
হইবে বৃষ্টি ঠিক মনে রেখ জেনে।।
ধূসর বর্ণের খন্ড খন্ড মেঘ যত।
কোদালে কুড়লে বলি হবে তাহা জ্ঞাত।।

পরে পড়বো
২০
মন্তব্য করতে ক্লিক করুন