কবিতা - পূর্ণ আষাঢ়ে দক্ষিণা বয় খনা (ক্ষণা) অনুকাব্য পূর্ণ আষাঢ়ে দক্ষিণা বয়। সেই বৎসর বন্যা হয়।। ব্যাখ্যা– : সম্পূর্ণ মাস যাবৎ প্রথম হইতে। দক্ষিণা বাতাস যদি বহে আষাঢ়েতে।। সুনিশ্চিত সে বৎসর বন্যা তবে হবে। খনার বচন ইহা কে নয় করিবে।। ♥ ০ পরে পড়বো ১৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন