খনা (ক্ষণা)

কবিতা - সাত হাতে তিন বিঘতে

খনা (ক্ষণা)

সাত হাতে তিন বিঘতে।
কলা লাগাবে মায়ে পুতে।।
লাগিয়ে কলা না কাট পাত।
তাতেই কাপড় তাতেই ভাত।।

ব্যাখ্যা– :
সাত হাত অন্তরেতে এক এক।
এক চারা রোপে দেখ।।
তিন বিঘত পরিমিত গর্ত হবে।
তবে তো কলার গাছ তার ফল দিযে।।

পরে পড়বো
২২
মন্তব্য করতে ক্লিক করুন