খনা (ক্ষণা)

কবিতা - শুন বাপু চাষার বেটা

খনা (ক্ষণা)

শুন বাপু চাষার বেটা।
বাঁশঝাড়ে দাও ধানের চিটা।।
দিলে চিটা বাঁশের গোড়ে।
দুইকড়া ভুই বেড়বে ঝাড়ে।।

ব্যাখ্যা– :
ধান্যের আগড়া দিলে বাঁশের গোড়াতে।
বাড়িবে বাঁশের ঝাড় নাহি ভুল তাতে।।
কারণ তাহাতেই তার সার জন্মায়।
সার বিনে গাছপালা বাঁচয়ে কোথায়।।

পরে পড়বো
১৪
মন্তব্য করতে ক্লিক করুন