কবিতা - উঠান ভরা লাউ শশা খনা (ক্ষণা) অনুকাব্য উঠান ভরা লাউ শশা। বলে লক্ষ্মীর দশা।। ব্যাখ্যা– : সকল গৃহে লাউ শশা দেওয়া ভাল। এমন গৃহস্থ-পোষা দ্রব্য কোথা বল।। উপযুক্ত স্থান যদি নাহি পাও ফাঁকে। অন্ততঃ উঠানে স্থান দিবেক তাহাকে।। ♥ ০ পরে পড়বো ১৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন