এখন আর আমার ভেতরে কোন দুঃখ নেই
দুঃখ-বোধের কোন খেই-
হারা আষাঢ়ী অন্ধকার
আমাকে আর ঢেকে ফেলে না বারবার
এখন আর কোন হতাশা নেই আমার ভেতরে
নেই তার কোন বিষ-বাষ্প হৃদপিন্ডের কোঠরে-কোঠরে
নেই ভেঙ্গে পড়ার কোন ইচ্ছে বারবার
এখন ভেতরটা আমার
কেবলই ভরে আছে শুধু ক্ষোভ আর ক্ষোভের আগুনে
হে! ঈশ্বর, এখন শুধু প্রার্থনা তোমার কাছে-এই মনে
আরো শক্তি দাও, কেবলই শক্তি দাও
তুমি যা করতে চাও, নিশ্চিত করতে চাও
তা তুমি আমাকে দিয়ে করিয়ে নাও
এমন-ই শক্তি দাও
আমি সবকিছু ভেঙ্গে ফেলবো
আমি সবকিছু মুছে দেবো
যাকিছু এতকাল বারবার আমাকে কাঁদিয়েছে
যা কিছু আমাকে কেবলই ভাসিয়েছে
তার অধিক, তার অধিক কিছু আগুন দাও
কেবলই আগুন, নির্ভেজাল আগুনের লালাভ শিখাও
আমার ভেতর-বাহির জুড়ে কেবলই আগুন দাও
শুধু একবার, শুধুই একবার
আমি হতে চাই এক পার্থিব হিটলার
অবশেষে
এ অন্ধকার অদ্ভুত খরার দেশে
সীমাহীন তিতিক্ষা ও ত্যাগে
সেই অমোঘ অপার্থিব মৃত্যুর আগে।
(রচনাকাল-২০২২)
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন