আমি আর আমার ভেতরে নেই

মোঃ আব্দুল মজিদ এনডিসি

আমি আর এই সবকিছুকে মানি না আমার অধিকার ভুলে
আমি এখন কেবলই প্রত্যাঘাত হয়ে ফিরে আসতে চাই একেবারে মূলে
তোমার ভেতরে। কেননা, তুমিতো আমার সবকিছু কেড়ে নিয়েছ
বনেদি ছলনায় নিষ্ঠুর হাতে। অতঃপর আমাকে আমিহারা করেছ
সগর্বে। আমার সুখ-শান্তি-স্বস্তি-স্বপ্ন সবকিছু আজ সমূলে বিলীন
যেন জাতির ভাগ্যে এক অদ্ভুত পরিহাস দিন -
সেই একেবারে রানা প্লাজার মতো
একদিনের হিমালয়ের মতো এই আমিতো আজ অনবরত
ক্ষয়ে যাচ্ছি, আর সরে যাচ্ছি এক অচিন সীমানায়
আমার আমিত্ব আজ এক অজানা খাঁচায়
যেন বন্দী হয়ে আছে। আমি আজ আর তাই আমার ভেতরে নেই
আমি আজ একেবারে খেইহারা সেই
ভয়ংকর ভাঙনের তাল, প্রলয়ের সুর
আমি আজ নিশ্চিত ঘটাবো তোমার কপালে এক চৈত্রের দুপুর
আর শিল্পীর মতো বলতে চাই- “তোমাকে কোন স্বস্তি দেবোনা সহজে
কেননা, অনেকদিন এক অদ্ভুত অস্বস্তিতে রয়েছি আমি যে”
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন