অনন্য

মোঃ আব্দুল মজিদ এনডিসি

একদিন কবির অন্তর্গত সত্তায় বলেছিলাম-নষ্ট মানুষের সাথে
মিশে যাবো হাওয়ার মতন স্বার্থের খেলায় মেতে মেতে
এতটা নষ্ট মানুষ আমিতো নই কখনো এই স্বার্থের দুনিয়ায়
এখন এই বিশ্বাস থেকে আজ কেবলই যোজন দূরে হায়!

সেকি আমার বিলাসিতা! সেকি বাতুলতা মাত্র!
বিবর্তিত কবির আরেক অন্তর্গত সত্তায় অন্তত
হাওয়ায় হাওয়ায় বলে যেতে চাই, বসন্তে জেগে ওঠা বৃক্ষের মতো-
আমি এতদিনে যতো ক্ষয় এবং ক্রুদ্ধ হয়েছি, অশুদ্ধ হয়েছি ততো

এক কবি বলেছিলেন- ‘এ দেশ আজ চলে যাচ্ছে নষ্টদের দখলে’
প্রিয় কবি জীবনানন্দ বলেছিলেন কোন এক ছলে-
‘পৃথিবীতে আজ এসেছে এক অদ্ভূত আঁধার
যারা অন্ধ তারাই আজ চোখে দেখে বেশি’।আজ আমার
বিশ্বাসে এর বেশি কিছু নেই। আমি আজ এক ক্ষয়িষ্ণু নিঃশেষ
তাই নিজেকে মানিয়ে নিয়েছি বেশ
এই অদ্ভূত আঁধারের সাথে

কেননা, এই জগতে
আজ আর কোন আলো নেই, তাই আলো কেমন বুঝি না
আর পতঙ্গের মতো নিরন্তর কোন আলো খুঁজি না
কেবলই খেই-হারা মাতালের ন্যায়
আর পথ খুঁজি না এই জগৎ সংসারে হায়!

জানি আজ এই জগতে আর কোন সত্য নাই
সব যেন সত্যের খোলস পুরাটাই

আর স্বপ্ন! পৃথিবীতে আসলে নেই কোন স্বপ্ন, মহান মোহন
সবকিছুই কেবলই স্বপ্নের মতন

সততা! সেতো এক হাওয়াই মিঠাই কেবল
আমার অস্তিত্বের সাথে সে আজ বড়ই বেমানান! বেআদল!
মানুষের সম্পর্কের বিষে কেবলই পিষ্ট, নিঃশ্বেষ এক শেষ
তাই সে আজ কর্পূরের মতন নিরুদ্দেশ

সততা আজ এক কালারফুল লেবাস আমার
কেননা, সকলেই আজ মুখোশ পরা, মুখোশ পরা এই জগৎ-সংসার
তাই এই লেবাস-মুখোশ নিয়ে বেশতো আছি গণ্য
আমি আজ তাই এক অনন্য!
কেবলই অনন্য!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৯৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন