হে! বন্ধু আমার,
আর নয়, শিশিরের মত এ নিষ্ঠুর রসিকতা তোমার
ফুটন্ত গোলাপের মত তোমার যত বর্ণালী কথকতা
চৈত্রের দুপুরে ভরা রূপ-রস-গল্পের যত মধুরতা
মহুয়ার মাদকতা সে তোমারি থাক, আর আমার
এ স্বপ্নের বিভাবনে আর নয়, আর নয় কুয়াশা-বিহার
এবার চিরায়ত দুঃস্বপ্নের সাথে কেবলই সন্ধি করে
হতে চাই পরবাসি অন্য কোন পারে
নিরুদ্দেশ কোথাও কিংবা ঐ দূর নীহারিকায়
এ ভুল বিশ্বাসের ফুল দেয়া-নেয়ায়
আর নয় মিথ্যা-কাব্য রচনা, হে বন্ধু নয় আর
রং করা পলাশের কথামালাহার
বিপন্ন বিশ্বাসের আস্তানা ছেড়ে এবার
বৈরাগী অবিশ্বাসের সাথে অভিযাত্রা আমার
তবে তোমাকে দেবোনা কখনো এ কষ্টের দায়
তুমি থাকো তোমার চন্দ্রমুখী সত্তায় চেতনায়।
তোমার বুদ্ধিবৃত্তির সিম্পোনী ভাঙতে
চাইনে কখনো বেসুরো আঘাতে-আঘাতে
তুমি থাকো তোমার সমস্ত মাধুর্য ঘিরে
তোমার ভেতরে বাহিরে
নিসর্গের মতো একাকার হয়ে ঘাট-বাট-আঙিনায়
তবে আর নয়, আর নয়, বিদায় হে বন্ধু, তবে বিদায়।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন