ঢিল ছোড়ে কোন হাড়-বজ্জাত
মোঃ আব্দুল মজিদ এনডিসি
মুখটা আজকাল বড্ড অভ্যস্ত হয়ে গেছে বেমানান সব
বিদঘুটে শব্দ-ভান্ডারে
তাই ভাবি বসে একেবারে নিস্তব্ধ নীরব-
তবে কি সাইবার এ্যাটাক হলো সফটওয়্যার হেডকোয়ার্টারে?
সব অলি-গলি-কানাগলি ধরি
টাকা-আনা-পাই হিসেব করি-
কার এতো সাহস হলো, আছে কোন হাড়-বজ্জাত
-ছকে বেঁধে ঢিল ছোড়ে হিসেব করে করে?
কাব্যের রূপালী পর্দা-ঘেরা ভাবনার ঘরে করে বাজিমাত
কোন সে ঠকবাজে? কোন সে যোচ্চোরে?
বিদঘুটে শব্দ-ভান্ডারে
তাই ভাবি বসে একেবারে নিস্তব্ধ নীরব-
তবে কি সাইবার এ্যাটাক হলো সফটওয়্যার হেডকোয়ার্টারে?
সব অলি-গলি-কানাগলি ধরি
টাকা-আনা-পাই হিসেব করি-
কার এতো সাহস হলো, আছে কোন হাড়-বজ্জাত
-ছকে বেঁধে ঢিল ছোড়ে হিসেব করে করে?
কাব্যের রূপালী পর্দা-ঘেরা ভাবনার ঘরে করে বাজিমাত
কোন সে ঠকবাজে? কোন সে যোচ্চোরে?
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন