কেউবা বন্দী এক আজগুবি বন্দীশালায়
কেউবা বন্দী এক ক্ষ্যাপাটে আইন-তালায়
কেউবা বন্দী অনর্থক এক পাঠের শালায়
কেউবা বন্দী এখানে নিরম্বু ভাতের থালায়
কেউবা বন্দী দেশজোড়া এক নজরশালায়
কেউবা বন্দী ভিটাহীন এক ঘরের চালায়
কেউবা বন্দী মহা দুর্মূল্যের পণ্যশালায়
কেউবা বন্দী তিরতিরে এক মরণজ্বালায়
আজি সকলে এক মহাযমের মহা মৃত্যুশালায়
মৃত্যুকে মুঠি ধরে এমনই করে জীবন চালায়…
(ঢাকা, মে ২০২৩।)
মন্তব্য করতে ক্লিক করুন