তোমার কবিতায় তুমি বড্ড প্রশ্নবোধক;
কখনো মাল্টিকালার রহস্য-সারিসারি
তুমি যেন সেখানে এক আজব
কল্পনা হয়ে রও…
তোমার বিস্তরণ আর্থ থেকে শুক্র হয়ে বুধ অবধি-
কখনো রবিতেও পৌঁছাও;
তাকে দূরন্ত-বাস কদম্ব বানাও…
পুব হতে পশ্চিম,
নালা হতে মহাসিন্ধু তোমার অবাক সন্তরণ!
আকাশ তোমাকে ভাসিয়ে রাখে,
অহ্ন তোমাকে দেয় এক গতির আবেশ…
আমরা পাই এক কাব্য ও হেয়ালীর ককটেল-
তোমার কল্পনা যেন গহীন থেকে আরও গহীনে যায়;
একেবারে কৃষ্ণ-গহ্বর অবধি…
আমরা দেখি- তোমার ভাবনা ও ভাবের আজব গতির
এক বিশ্ব-সরণ!
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন