মিত্রতায় কেবলই শূন্যফল
দেখি কেবলই বিরুদ্ধ যাপন
শুধু তন্ত্রের অপ-কৌশল
কেবলই ক্ষয় হরণ হনন
এবার তাই সর্বৈব বৈরিতা
হুলুস্থুল সারাদিন সারাক্ষণ
প্রবঞ্চক বিশ্বাসের সাথে
আর নয় কখনও কোন চুক্তি
কেবলই বিরহী-মিলনের ছল
নয় কোন আকালিক যুক্তি
নিয়ে মুখে হাসি চোখে জল
এবার হবে সর্বাত্মক বিপ্লব
ভেতরে ও বাহিরে কেবল
সর্বনাশী সে প্রজ্ঞার সাথে
আর নয়কো অকারণ পলায়ন
বাড়িয়ে জীবনের বেহুদা গ্লানি
যন্ত্রণার চক্র-পথে পথে সারাক্ষণ
টেনে অকেজো জীবনের ঘানি
এবার হবে আরধ্য মৃত্যুর খেলা
অপূর্ণ জীবনের সব ব্যর্থতা মানি
অপ্রত্যাশিত এক জীবনের সাথে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন